না.গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল বারী।
শনিবার (৯ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা টিকা কেন্দ্রে ২য় রাউন্ডের এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
এছাড়াও উদ্বোধনী অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী মো. ইকবাল বাহার, আবাসিক চিকিৎসক ডা. পলাশ কুমার সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. সাহা, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. জাফরউল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক মো. ইসমাইল হোসেন ও উপজেলা সেনিটারী ইন্সেপক্টর মো. শাহজাহান হালদার প্রমূখ।

এবার নারায়ণগঞ্জের উপজেলা পর্যায়ে ৬-৫৯ মাস বয়সী ৩ লাখ ১০ হাজার ৪৩৩ জন শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মাঝে ৬ থেকে ১১ মাসের ৩৬ হাজার ৭৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন শিশুকে ১টি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে।
স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১ হাজার ৫৬টি, ভ্রাম্যমান কেন্দ্র ১৫টিসহ সর্বমোট ১ হাজার ৭১টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।