লাইভ নারায়ণগঞ্জ: দেশের শীর্ষ দৈনিক যুগান্তর পত্রিকার ২০ বছর পূর্তিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা স্বজন সমাবেশ। দৈনিক যুগান্তরের জেলা কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন স্বজন সমাবেশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন, দেখতে দেখতে যুগান্তর ২০ বছরে পদার্পণ করল। এই দীর্ঘ সময়ে দৈনিক যুগান্তর প্রতিদিন সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের সংবাদ এবং সংবাদের বিশ্লেষন যুগান্তরে দেখতে পাই। এ পত্রিকার সম্পাদকীয় ও অন্যান্য নিবন্ধে দেশ-বিদেশের সঠিক চিত্র প্রতিফলিত হয়।আশা করি বিগত দিনগুলোর মতো সামনের দিনগুলোতেও যুগান্তর বাংলাদেশের সাধারণ মানুষের তথ্য বিনোদন ও শিক্ষামূলক তথ্য চাহিদা পূরণে আরও জোরালো ভূমিকা রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্বজনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাজু আহমেদ, বন্দর প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল, নিউজ ২৪ ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি দীলিপ কুমার মন্ডল, নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আল আমিন প্রধান, জেলা স্বজনের সভাপতি জাহাঙ্গীর ডালিম, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, কবি আলাল, স্বজনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, রাকিবুল রকি প্রমুখ।