না.গঞ্জে শহীদ তাজুল দিবস পালন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ তাজুল দিবস পালিত হয়েছে। ১৯৮৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে আদমজী পাটকলে শ্রমিক ধর্মঘট বানচালের উদ্দেশ্যে স্বৈরাচারী এরশাদ সরকারের গু-াবাহিনী শ্রমিকদের মিছিলে হামলা করে তাজুলকে রক্তাক্ত জখম করে। ১ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা দেশের শিল্প প্রতিষ্ঠান, যানবহন ও কল-কারখানার লক্ষ লক্ষ শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। দেশব্যাপী শ্রমিকদের মহা বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের তীব্রতা দেখে স্বৈরাচারী এরশাদ সরকার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৫ দফা দাবী মেনে নেয়ার ঘোষণা দেয়। সেই থেকে প্রতি বছর ১ মার্চ শহীদ তাজুল দিবস পালিত হচ্ছে। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আদমজী শাখার সম্পাদক। তাজুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর স্বচ্ছল জীবনের সুযোগ প্রত্যাখ্যান করে শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে আন্দোলন গড়ে তুলতে আদমজী পাটকলে বদলি শ্রমিকের কাজ করতে শুরু করেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহিদ তাজুল দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও বিকেল ৪টায় জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ছাড়াও সকালে শহীদ তাজুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সিপিবি শহর কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সিপিবি নারী সেল সহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রণ্ট নরায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতিহাফিজুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, তাজুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লা জেলার মতলব থানায়। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন। ১৯৬৯ সালে ছোট বেলাতেই কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৪ সালে শ্রমিক আন্দোলনে যুক্ত হন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments