না.গঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ‘সকল উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন’

লাইভ নারায়ণগঞ্জ: ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বহুমাত্রিক সেবা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান। প্রতিনিয়ত দুর্ঘটনার চিত্র পরিবর্তন হচ্ছে, দুর্ঘটনাগুলো নতুন চরিত্রে আবির্ভূত হচ্ছে। তেমনি অফিসারদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণও আধুনিক হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের কাজ বাস্তবায়নের পথে। সে লক্ষ্যে পৌছুতে আমাদের ৫৬৫টি ষ্টেশন তৈরী করতে হবে। যার বর্তমান সংখ্যা ৪০৬টি।’

মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপজেলার পূর্বাচলের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে, স্টেশনে অফিসার ফাউন্ডেশন কোর্স ৪০ তম ব্যাচের ‘পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান।

তিনি বলেন, সরকার বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামর্থ্য বৃদ্ধিতে কাজ করে চলছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ভাবনী বুদ্ধি ও শক্তি দিয়ে সংঘটিত দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে এখন সর্বোচ্চ সক্ষম। অগ্নি নির্বাপনের কৌশল, বিধ্বস্ত ও বহুতল ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধার, ডুবুরী কর্মীরা নৌ দুর্ঘটনায় জোরালো ভূমিকা রাখছে। ভবিষ্যতে নিওক্লিয়ার আগুন নিয়ন্ত্রনেও দেশ বিদেশের উচ্চতর প্রশিক্ষক গ্রহণ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। সম্প্রতি চকবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা সারাদেশে প্রশংসনীয় হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এদেশের অগ্নিসেনা।

মন্ত্রী নবীন অফিসারদের উদ্দেশ্যে বলেন, ফায়ার সার্ভিসের দক্ষতা বৃদ্ধিতে ও অলি গলিতে এ সেবা পৌঁছে দিতে মোটরসাইকেলসহ বিশেষ আধুনিক যানবাহন যুক্ত করা হয়েছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবনের যে কোন দুর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এখন থেকে এই সেবার কর্মযোজ্ঞ্যে আপনারাও সংযুক্ত হলেন। মানুষের জানমাল রক্ষা করাকে আপনাদের পবিত্র দায়িত্ব মনে করতে হবে। নিজ নিজ কর্মস্থলে যোগদান করে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান পিএসসি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (গ) সার্কেল আনিচুর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফৈরদৌসী আলম নীলাসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উর্ধ্বতন কর্মকর্তাগন।

পরে মন্ত্রী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কমপ্লেক্স, পূর্বাচলের উদ্ধোধনসহ অধিদপ্তরে নতুন সংযোজিত গাড়ী-পাম্প ও আধুনিক সাজ সরঞ্জাম পরিদর্শন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments