না.গঞ্জে হচ্ছে ত্রাণ গুদাম, ব্যয় ২ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় ‘ত্রাণ গুদাম-কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগ কবলিত এলাকায় দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর নিকট দ্রুত ত্রাণসামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছানো এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসকল্পে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ২ টাকা ব্যয়ের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করার নিমিত্তে জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় সেলও স্থাপন করা হবে।

জানা গেছে, দুর্যোগে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছানোর লক্ষ্যে জেলা পর্যায়ে সংরক্ষণের জন্য কোন গুদাম নেই। জেলা প্রশাসকের কার্যালয়ে অস্থায়ীভাবে অপর্যাপ্ত পরিসরে এবং কোন কোন জেলায় পরিত্যক্ত ভবনে ত্রাণ সামগ্রী যেমন- ঢেউটিন, তাঁবু, কম্বল এবং অন্যান্য শীত বস্ত্র, শুকনা খাবার, রান্না করা বিভিন্ন সরঞ্জামাদি সংরক্ষণ করা হয়। ফলে এসব ত্রাণসামগ্রী গুণাগুণ নষ্ট ও চুরি হয়ে যায়। এ কারণে ত্রাণ সামগ্রী সংরক্ষণ ও সুষ্ঠুভাবে

সরবরাহের লক্ষে ‘নারায়ণগঞ্জ জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় সরকার।
সংশ্লিষ্টরা জানান, জিওবির অর্থায়নে আগামী ২০২০ সালের মধ্যে ৩ তলা বিশিষ্ট ৫৪২৬ বর্গ ফুটের ওই ত্রাণ গুদাম-কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ করা হবে। গুদামটির ধারণ ক্ষমতা হবে ১০০ মেট্রিকটন। ভবনটির নিচ তলায় হবে গোডাউন এবং গার্ড রুম, ২য় তলায় ৪টি কক্ষ ও ৩য় তলায় পরিদর্শন কক্ষ ও রেস্ট হাউজ। এছাড়া ১৫শ’ ওয়াটের সোলার সিস্টেম স্থাপন এবং ১টি জিপ ও ২টি ডাবল কেবিন পিকআপ গাড়ি সংগ্রহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্যোগ কবলিত এলাকায় দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর নিকট দ্রুত ত্রাণ সামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে সম্ভব হবে।