স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জেলা ও মহানগর ইসলামী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা শাখার নবাগত সভাপতি শিব্বির আহমেদ, সহ সভাপতি আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহা. হাসান।
মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নবাগত সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সম্মেলনে বাংলাদেশ ইসলামী আন্দোলন নায়েবে আমীর সৈয়দ মুহা. ফয়জুল করিম কমিটির নাম ঘোষণা করেন। ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি এমদাদুল হকের সঞ্চালনায় মর্গ্যান স্কুল সংলগ্ম শেখ রাসেল পার্কে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন সহকারি মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী শাসন কন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. আনোয়ার হোসেন জিহাদী,ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ , ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ সভাপতি শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, প্রশিক্ষন সম্পাদক আব্দুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজউদ্দিন আহমদ, অর্থ সম্পাদক মুহা.আব্দুল হান্নান, দফতার সম্পাদক মু.মাহাদী হাসান, কওমী মাদরাসার বি সম্পাদক সারোয়ার হোসাইন,আলীয়া মাদ্রাসা বি সম্পাদক আহমাদ কবির, কলেজ বি সম্পাদক মুহা.আল আমিন, স্কুল বি সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম, ছাত্র কল্যান সম্পাদক মুহা. আনোয়ার হোসাইন, সাহিত্য সংস্কৃতি বি সম্পাদক মুহা. মাকসুদুল হাসান, সদস্য এইচ এম শাহিন আদনানসহ আরো অনেকে।