স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কলকাতা যাওয়ার অপেক্ষায় নদীর তীরে নোঙর করে আছে এমভি মধুমতি জাহাজ। চারিদিক সাজ সাজ রবরব, করা হয়েছে মঞ্চও। অপেক্ষা শুধু উদ্বোধনের।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ফতুল্লার পাগলা মেরিএন্ডারসন জেটিতে এ চিত্র দেখা যায়। আগামীকাল(২৯মার্চ) শুক্রবার এখান থেকেই ৬৫ জন যাত্রী নিয়ে ভারতের কলকাতার উদ্দ্যেশে রওনা হবে জাহাজটি। দীর্ঘ ৮৯৬ কিলোমিটারের পথ পাড়ি দিতে লাগবে তিন দিন।
শুক্রবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ-কলকাতা নৌপথের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নারায়ণগঞ্জ থেকে জাহাজটি বরিশাল-মংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতায় প্রবেশ করবে। পৌছাবে আগামী পহেলা এপ্রিল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।এছাড়াও উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার হারুন অর রশিদসহ আরো অনেকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে যাত্রী ভাড়ার তালিকা দেয়া হয়। ঢাকা-কলকাতা কেবিন ভাড়ার হার নিম্নরূপ-
ফ্যামিলি স্যুট (দুজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি/ডেক (যাত্রীপ্রতি) ১৫০০ টাকা।
প্রসঙ্গত, গত বছর ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে সম্মত হয় ভারত ও বাংলাদেশ। এই চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌপরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ।