লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১০ দিন ব্যাপী জুডো প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
শুক্রবার (২৭ মে) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স হলরুমে এ র্মসূচির শুভ উদ্বোধন করেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু।
নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও জুডো উপকমিটির সম্পাদক মোস্তফা কাওেছার এর সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য জাকির হোসেন শাহিন, ফিরোজ মাহমুদ সামা, মোঃ আসলাম, মাহবুবুল হক উজ্জল, মাহবুব হোসেন বিজন, জাহাঙ্গীর আলম, গৌতম কুমার সাহা, সিরাজ উদ্দিন আহমেদ, জুডো প্রশিক্ষক এ কে এম আজাদ।
এবার মোট ১৬ জন শিক্ষার্থী ১০দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে।