না.গঞ্জ জাপা নেতৃবৃন্দকে মহানগর স্বেচ্ছাসেবকপার্টির শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু ও সাধারণ সম্পাদক নাঈম ইকবাল এবং মহানগর জাতীয় পার্টির সভাপতি মুদাসিরুল হক দুলাল ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে মহানগর স্বেচ্ছাসেবকপার্টির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।

মহানগর স্বেচ্ছাসেবকপার্টির আহ্বায়ক ফয়সাল আহমেদ ভুইয়ার নেতৃত্বে বুধবার (২২ জুন) চাষাঢ়া রাইফেল ক্লাবে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকপার্টির সদস্য সচিব জাহাঙ্গর আলম পাপ্পু, যুগ্ম আহ্বায়ক রাশেদ রেজা, জাকির হোসেন, মো. আলী, সদস্য মো. সবুজ ও মো. শরিফ প্রমুখ।

এর আগে, গত শুক্রবার (১৭ জুন) সানাউল্লাহ সানুকে সভাপতি ও নাঈম ইকবালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির ও মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে মুদাসিরুল হক দুলাল এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নাম ঘোষণা করা হয়।