না.গঞ্জ জেলা প্রশাসন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার উদ্যোগ নিবে: আনোয়ার হোসেন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার উদ্যোগ নিবে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আজ সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চার মুক্তিযোদ্ধার বাড়ির নাম ফলক উন্মোচন করতে গিয়ে একথা বলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় হলি উইলস স্কুলের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের বাড়ি ‘ মুক্তিযোদ্ধা নিবাস’ হিসেবে নামকরণ করা হয়। প্রথম পর্যায়ে গতকাল ৪ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে ‘মুক্তিযোদ্ধা নিবাস’ নামফলক উন্মোচন করে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
যাদের বাড়িতে নামফলক স্থাপন করা হয়েছে তারা হলেন; মুক্তিযোদ্ধা হাসমত আলী প্রধান, শাহজাহান ভূইয়া জুলহাস, আবদুল মতিন ও মহিউদ্দিন মোল্লা। তারা ৪জনই একাত্তরে ছাত্রাবস্থায় ভারতে অস্ত্র প্রশিক্ষন নিয়ে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।
নামফলক উন্মোচন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আশেক আলী মাস্টার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলার আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। সেই অকুতোভয় মুক্তিযোদ্ধাদের মর্যাদা সব সময় সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, এক সময় মুক্তিযোদ্ধারা এদেশে অবহেলিত ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন । এখন দেশের উন্নয়ন এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে।