না.গঞ্জ ডিসিকে শোকজ, দোষীদের শাস্তি চায় মন্ত্রিপরিষদ বিভাগ

লাইভ নারায়ণগঞ্জ: ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয়া ও পরীক্ষার্থীদের ভোগান্তির তথ্য চেপে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে ৪ ফেব্রুয়ারি। কেন মন্ত্রিপরিষদকে জানাননি ডিসিরা তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

 

৪ ফেব্রুয়ারি মন্ত্রি পরিষদ বিভাগের উপসচিব মো: শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

 

চিঠিতে ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার জন্য দোষীদের শাস্তি দিয়ে আগামীকাল বুধবারের মধ্যে মন্ত্রি পরিষদ বিভাগকে জানাতে বলা হয়েছে। এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কাউকে পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে না দেয়া বিধান কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসাতে বলা হয়েছে। সামনের পরীক্ষাগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

 

গত ২ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম, জামালপুর, নওগাঁ, শেরপুর, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট ও মাদারীপুরসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ১টি কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের পুরনো সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। সেদিন ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এসব প্রশ্নপত্র ছিল পুরোনো পাঠ্যক্রমের ভিত্তিতে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য। ভুল ধরা পড়ার পর কোথাও পরীক্ষার্থীদের সময় বাড়িয়ে দিয়ে নতুন প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে আবার কোথাও হয়নি। এতে কম নম্বর পাওয়ার আশঙ্কা করছেন অনেক পরীক্ষার্থী।