বিজ্ঞপ্তি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম(বার), পিপিএম(বার) পক্ষে উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব সুবাস চন্দ্র সাহা। এ সময় নারায়ণগঞ্জ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সহ পুলিশ লাইন্সের কর্মকর্তাবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব সুবাস চন্দ্র সাহা খেলোয়ারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং কুশল বিনিময় করেন।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ হতে প্রেরিত এক মেইলে এ তথ্য জানানো হয়।