স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে ভলান্টিয়ার সতেজ করণ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হলো আজ।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীনের নেতুত্বে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কোর্সটিতে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউরোপ হতে আগত ডেনিয়েলা দুর্যোসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, প্রশিক্ষণ সতেজ করণ কোর্সটির মূলত উদ্দেশ্য হলো বড় ধরনের দুর্যোগ-দুর্ঘটনা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, দূর্ঘটনাকালীন ও দূর্ঘটনা পরবর্তী ক্ষয়ক্ষতি প্রশমনে জনগনের সাথে সম্পৃক্ততা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং সরকারের অন্যান্য বাহিনীর সাথে সহায়ক শক্তি হিসাবে কাজ করা ইত্যাদি।
এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৬২ হাজার আরবান ভলান্টিয়ার তৈরির কার্যক্রম এগিয়ে নিচ্ছে ফায়ায় সার্ভিসের প্রধান কর্মকর্তারা।
বলাবাহুল্য, ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় ৪০ হাজার ভলান্টিয়ার তৈরি হয়েছে। অন্যদিকে বস্তির আগুন নির্বাপণের জন্য বস্তিবাসীদের প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে থেকে গড়ে তোলা হয়েছে প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক। নৌ দুর্ঘটনায় ডুবুরী হিসাবে কাজ করার জন্য আগ্রহী স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছে ডুবুরী প্রশিক্ষণ। বর্তমানে নারায়ণগঞ্জেও এ কার্যক্রম চলমান হতে চলেছে।