না.গঞ্জ হাই স্কুলসহ ৬ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি দিতে নারায়ণগঞ্জের ৬টি বেসরকারি স্কুল কলেজের হালনাগাদ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরিদর্শন প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।


গত রোববার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে এ সংক্রান্তচিঠি পাঠানো হয়।

চিঠিতে অতিরিক্ত শ্রেণি শাখার খোলার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে নীতিমালার আলোকে হালনাগাদ তথ্য ও পরিদর্শন প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে আগামী ৩১ মার্চের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

স্কুল গুলো হলো- নারায়ণগঞ্জ সদর উপজেলার নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, কানাইনগর সোবানিয়া স্কুল এন্ড কলেজ, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, আনন্দলোক উচ্চ বিত্যালয়, নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয় ও রূপগঞ্জ উপজেলার জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়।