স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, “শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে।”
শনিবার (১৩ এপ্রিল) বিকালে রূপগঞ্জের কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, “বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির এ সময়ে টিকে থাকতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত বিভিন্ন যুগোপযোগী কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে।”
বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরো বলেন, “বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে। অতীতে কোন সরকার শিক্ষার উন্নয়নে এতো উন্নয়নমূলক কাজ করে নি। প্রতিটি বিদ্যালয়েই নতুন নতুন ভবন নির্মান করা হয়েছে।”
মন্ত্রী আরো বলেন, “সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধূলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগ হতে হবে। আজ যারা প্রতিযোগিতায় বিজয়ী হতে পারোনি, তোমাদেরকে মন খারাপ করলে চলবে না। আগামীতে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মনোযোগী হতে হবে।”
পি এইচ পি গ্রুপের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাসকো গ্রুপের চেয়ারম্যান আব্দুস সবুর, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী অালম নীলা, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র দেওয়ান আবুল বাসার বাদশা, উপজেলা অাওয়ামী মহিলালীগের সাধারন সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ অনেকে।