নির্বাচনি নিরাপত্তা শেষে ব্যারাকে ফিরেছেন সেনা ও বিজিবি সদস্যরা

লাইভ নারায়ণগঞ্জ: আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরেছেন নারায়ণগঞ্জে দায়িত্বরত সেনা ও বিজিবি সদস্যরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জে মাঠে নামেন ৪০০ সশস্ত্র সেনা সদস্য। এর আগেই নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা জোরদারের লক্ষ্যে ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তারা টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন সময় নিরাপত্তার স্বার্থে যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায় সেনাসদস্যদের। ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করে।

২ জানুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করেন। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন শেষে বুধবার রাতে একাংশ ও বৃহস্পতিবার সকালে বাকিরা সেনা ও বিজিবি সদস্যরা ব্যারাকে ফিরে যান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments