লাইভ নারায়ণগঞ্জ: আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে সৃষ্টি করেছে, ভালো মন্দ বুঝার জন্য, ন্যায় অন্যায় পাথক্য করার জন্য। কালো এবং সাদার পার্থক্য নির্ধারণের জন্য। তাই আপনারা সিদ্ধান্ত নিবেন কাকে নির্বাচিত করলে এই সমাজ, রাস্তা-ঘাটের উন্নয়ন হবে, স্কুল কলেজের উন্নয়ন হবে।
ভূইগড়ে হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ কথা বলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম।
তাঁর ভাষ্য, নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নের জন্য সংসদ সদস্য একেএম শামীম ওসমান সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আপনার আমার ভাগ্যের পরিবর্তনের কাজ করছেন। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। এই এলাকার রাস্তা ঘাট, স্কুল-কলেজ নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
শাহ নিজাম বলেন, ‘আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন- যদি এই সরকার, এই সরকারের সংসদ। অতিতের যে কোন সরকারের চেয়ে ভালো কাজ করে থাকে। তাহলে আপনারা প্রত্যেকে এলাকার মানুষের ঘরে ঘরে যাবেন, আওয়ামী লীগের সরকারের উন্নয়নের কথা তুলে ধরবেন আর নৌকার পক্ষে ভোট চাইবেন। আমি বিশ্বাস করি, আপনারা যদি এই কাজটা করেন, নারায়ণগঞ্জের সর্বচ্চো ভোট পেয়ে নৌকার বিজয় হবে। আর নৌকাকে বিজয় করতে পারলে ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ সুন্দর করতে পারবেন।’
তিনি আরও বলেন, দোয়া করবেন আগামী দিনেও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ আবারও নির্বাচিত করে। একেএম শামীম ওসমানকে নির্বাচিত করে। তাই ভালো মন্দের পার্থক্য আপনাদেরকেই করে দিতে হবে। আপনাদেরকে নির্ধারণ করতে হবে, কাকে নির্বাচিত করলে এই সমাজের উন্নয়ন হবে। রাস্তা ঘাট ঠিক হবে। স্কুল কলেজ হবে।
এ সময় এলাকাবাসী দাবির পর স্কুলের ল্যাব, নামাজ ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাহ নিজাম বলেন, আমরা ব্যাপক উন্নয়ন করলাম, রাস্তাঘাট, স্কুল, কলেজ করলাম কিন্তু আমাদের সন্তান রা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে আমাদের এর উন্নয়ন করে কোন লাভ নেই। আমাদের সন্তানরা যদি মাদকের সাথে জড়িয়ে পরে, সন্ত্রাসী কার্যকমের সাথে জড়িয়ে পরে, তাহলে কি লাভ এত উন্নয়ন করে। তাই তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, মুরুব্বিদের সম্মান করতে হবে তাহলেই তোমাদের নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো।
অনুষ্ছানে বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল মামুন মিন্টু ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. চান, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী মো. সোবাহান, মনির, আনোয়ার, জসিম, সভাপতি মনিরুজ্জামান, প্রধান শিক্ষক শিশির কুমার বালাসহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়েদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিরা।