পবিত্র ঈদুল ফিতরে বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে: তানভীর আহমেদ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহম্মেদ টিটু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রীড়াঙ্গণ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

একই সাথে তিনি নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি।

শুক্রবার (২১ এপ্রিল) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন।

তানভীর আহম্মেদ টিটু বলেন, ‘ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালন করার পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে—পবিত্র ঈদুল ফিতরে এ আমার প্রত্যাশা।’