আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রূপা রাণী দাস (২০) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী সজীবকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কলাগাছিয়া ঋষিপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রূপা রাণী দাস নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার গোবিন্দ দাসের মেয়ে।
আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে তাদের দুইজনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। স্বামীর পরকীয়ায় কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। সেই ঘটনা নিয়ে শনিবার রাতে দুইজনের মধ্যে ফের ঝগড়া হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ঝগড়ার একপর্যায়ে সজীব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। ঘটনার পর সজীবকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।