পরিবেশ দূষণের প্রতিবাদ মিছিলে হামলা, আহত ১০ ও আটক ৮

সোনারগাঁ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এক কারখানার বর্জ্যে পরিবেশ দূষন ও স্থানীয় খাল বালু দিয়ে ভরাট করে দখলের প্রতিবাদে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়াপাড়া এলাকায় অবস্থিত কনফিডেন্স কারখানার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে ওই কোম্পানির ঠিকাদার ও শ্রমিকরা একত্রিত হয়ে নয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলা চালায়। হামলায় ১০ জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে আটক করেছে। এসময় নরসিংদী ও মদনপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত জনতা ওই সড়কে চলাচলরত ৫-৭টি গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়াপাড়া এলাকায় অবস্থিত বৈদ্যুতিক সিমেন্টের খুটি ও ট্রান্সফর্মা তৈরির কারখানা কনফিডেন্স গ্রুপের নির্গত এসিড মিশ্রিত বর্জ্যে দীর্ঘদিন ধরে ওই এলাকা পরিবেশ দূষনের কবলে পড়ে। এছাড়াও ওই কোম্পানি পাশ্ববর্তী একটি খাল বালু দিয়ে পানি নিষ্কাষণ বন্ধ করে দেয়। এতে করে ওই এলাকায় কৃষি জমি অবাদী হয়ে পড়ে। এছাড়া কারখানার শব্দ দূষনও হয়। এতে ওই এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার সকালে নয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে কোম্পানির ঠিকাদার টিপু সুলতান ও কাউসারের নেতৃত্বে ২০-৩০ জনের ভাড়াটে লোকজন একত্রিত হয়ে ওই বিক্ষোভ মিছিলে হামলা করে। হামলায় সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবুল হাসেম, মুকবুল, মনির হোসেন, শামীম, আজিজ, মাহাবুবসহ ১০ জন আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় উত্তেজিত লোকজন বাতিল মাল (ওয়েস্টিজ) ভর্তি ৫-৭টি গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাদিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, সোহেল মাহমুদ, আমজাদ হোসেন, সোহেল, কাউসার, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন ও হোসেন আলী নামের ৮ জনকে আটক করে।

 

কনফিডেন্স মিলের সহকারী ব্যবস্থাপক মো. মুনতাসির রাফি জানান, জাতীয় পার্টির নেতা হাসেমের নেতৃত্বে রফিকুর ইসলাম মেম্বারসহ এলাকার লোকজন নিয়ে কোম্পানির ক্রয়কৃত বাতিল মালামালের গাড়ী বাঁধা দেয়। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা সংঘর্ষের রূপ নেয়। বিষয়টি ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে।

 

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।