পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানালো ৯৯ ব্যাচ

লাইভ নারায়ণগঞ্জ: পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ নারায়ণগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরষ্কারে ভূষিত হন। সেই উপলক্ষে পাগলা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে অভিনন্দন জানান ওই শিক্ষককে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে প্রধান শিক্ষক এর কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার ঝড়ে পড়া মেধাবী দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের দীর্ঘদিন থেকে নানা ভাবে সহযোগীতা করে আসছেন এবং তিনি পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ ও নারায়ণগঞ্জ সদর উপজেলা শিক্ষা ও শিক্ষক কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তার গতিশীল নেতৃত্বে বিভিন্ন সময় শিক্ষক ও কর্মচারীদের দাবি দাওয়া বাস্তবায়িত হওয়ার পাশাপাশি তাদের স্বার্থ সংরক্ষণ হয়েছে। এ কারণে তিনি শিক্ষক মহলে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ও নেতা হিসেবে পরিগণিত হয়ে আসছেন।

এ সময় পাগলা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থীরা ওই শিক্ষকের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

পাগলা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের অভিভাবক সদস্যবৃন্দ ও উপস্থিত ছিলেন।