পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন শ্রেষ্ঠ পুরস্কার

লাইভ নারায়ণগঞ্জ : ব্রোজেন্দ্র নাথ সরকার পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা সপ্তাহ ২০১৯ এ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরস্কারে ভুষিত হলেন।

সপ্তাহ ২০১৯ এ ব্রোজেন্দ্র নাথ সরকারকে নারায়ণগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনিত করে তাকে এ পুরস্কারে ভুষিত করা হয়।

ব্রোজেন্দ্র নাথ সরকার পাগলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালনের পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ ও নারায়ণগঞ্জ সদর উপজেলা শিক্ষা ও শিক্ষক কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি হিসেবে নিষ্ঠার সংগে দ্বায়িত্ব পালন করে আসছেন। তার গতিশীল নেতৃত্বে বিভিন্ন সময় শিক্ষক ও কর্মচারীদের দাবি দাওয়া বাস্তবায়িত হওয়ার পাশাপাশি তাদের স্বার্থ সংরক্ষণ হয়েছে। এ কারনে তিনি শিক্ষক মহলে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ও নেতা হিসেবে পরিগণিত হয়ে আসছেন।

অপর দিকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকের পুরস্কার লাভ করেছেন স্কুলের সিনিয়র শিক্ষক মো: মিজানুর রহমান। শিক্ষা সপ্তাহ ২০১৯ এ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকের পুরস্কার লাভ করা এই শিক্ষক আইসিটি ও বিভিন্ন কন্টেন্টেও একাধিকবার পুরস্কার লাভ করেছিলেন।