লাইভ নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদদের নির্দেশেক্রমে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮ টা থেকে ১০টা পর্যন্ত চলা ওই অভিযানে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অংশ নেন।
অভিযানে ১ হাজার ৯‘শ ৪৪ পিস বিদেশী বিয়ার (৮১ কার্টুন) এবং ৪০ টি বিদেশী মদ জব্দ করা হয়। সে সময় ৭০ জনকে আটক করেন অভিযোনের যৌথ টিম।
নিম্নের ছবিতে দেখা যাচ্ছে আটককৃত ৭০জন-
যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামাল-
গ্রেপ্তারের সংবাদটি পড়ুন-