স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ৬টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত বুধবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। সাথে পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাও পাঠানো হয়েছে চেয়ারম্যানদের কাছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে ২ টি প্রতিষ্ঠানকে, মাধ্যমিক পর্যায়ে ৩টি প্রতিষ্ঠানকে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১টি প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে।
নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান
১/ ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল জুনিয়ার স্কুল, সোনারগাঁ।
২/ লিটন এনজেলস সেমিনারী, রূপগঞ্জ।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান
১/ বদরুন্নেছা আইডিয়াল জুনিয়ার স্কুল, সিদ্ধিরগঞ্জ।
২/ কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুল, রূপগঞ্জ।
৩/ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল জুনিয়ার স্কুল, সোনারগাঁ।
উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান
১/ সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর স্কুল এন্ড কলেজ, সোনারগাঁ।