স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে পারভীন ওসমান মনোনীত করতে স্পিকার বরাবর আবেদন করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গত বুধবার দল থেকে পারভীন ওসমানসহ চারজনকে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদের স্পিকার বরাবর একটি চিঠি পাঠিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির প্রার্থীদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করছি।
এর আগে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন পারভীন ওসমান। তাকে জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়নের ব্যাপারে আশ্বস্তও করেছিলেন।
জানা যায়, দল বা জোটের দেয়া তথ্য অনুযায়ী প্রার্থীর তালিকা প্রস্তুত করে সংরক্ষিত আসন বণ্টন করবে ইসি। ফলাফলের গেজেট প্রকাশের পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ইসি তা করবে। অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন এ তালিকা প্রস্তুত করবে। তালিকা প্রস্তুতের পর ১৩ ফেব্রুয়ারি সেই তালিকা কোনও প্রকাশ্য স্থানে টানিয়ে দেবে ইসি। একইসঙ্গে সংসদ সচিবালয়কে সেই তালিকা প্রত্যায়িত কপি টানানোর জন্য বলবে। নির্বাচনের আগে সেই তালিকার আর কোনও পরিবর্তন করা যাবে না। তবে কোনও কারণিক ভুল হলে নির্বাচন কমিশন তা সংশোধন করতে পারবে।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন আইন-২০০৪ অনুযায়ী, নির্বাচন কমিশন জোটের তালিকা প্রকাশ্যে টানানোর পর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগ করবে। একইসঙ্গে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও ভোটের দিন ঘোষণা করবে। এ ছাড়া ভোটগ্রহণের স্থান নির্ধারণ করবে।
সংরক্ষিত আসনের নারী সদস্যরা নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন।
