পিতার সামনেই ভাইয়ের হাতে ভাই খুন

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সোনামিয়া মার্কেট শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পিতার চোখের সামনেই ছোট ভাই মরণ তারই বড় ভাই মোস্তফাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার-ইন-চার্জ (ওসি) শাহীন শাহ পারভেজ।

তিনি জানান, মোস্তফা ও মরণ দুই ভাই একই সাথে সোনা মিয়া মার্কেট এলাকাতে ব্যবসা করে। ঘটনার রাতে তাদের এক ভাইয়ের সাথে পিতার ঝগড়া হয়। এক পর্যায়ে সে ঝগড়ায় মরণ ও মোস্তাফা জড়িয়ে পড়ে।

শাহীন শাহ পারভেজ বলেন, ঝগড়ার এক পর্যায়ে বিক্ষুব্ধ ছোট ভাই মরণ তাদেরই দোকানের চাউলের নল (বস্তা থেকে চাল বের করে আনার সূচালো ধাতব যন্ত্র) দিয়ে বড় ভাইয়ের বুকের ডান পাশে কুপিয়ে আহত করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, মোস্তফার মরদেহ এনে তারা কাউকে কিছু না জানিয়ে দাফন করার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে চাইলে তা দিতে অস্বীকৃতি জানায়। পরে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মরণ ঘটনার পরপরই পালিয়ে গেছে।