স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যাওয়া ১৯ লাশের মধ্যে ডিএনএ পরীক্ষায় নারায়ণগঞ্জের এক ব্যক্তির লাশ শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সিআইডির ফরেনসিক বিভাগের অতিরিক্ত ডিআইজি
শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, ‘লাশ শনাক্ত হওয়া ব্যক্তির মধ্যে নারায়ণগঞ্জের এক ব্যক্তির লাশ রয়েছে।
এ ঘটনায় আরও আটটি লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ১০-১২ দিনের মধ্যে তাদের শনাক্ত করা যাবে।’
শনাক্ত হওয়া নারায়ণগঞ্জের ওই ব্যক্তির নাম নূরুজ্জামান হাওলাদের (৪৫)। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার
দেলপাড়ায়। তিনি ঢাকায় রিকশা চালাতেন।