স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে উত্তেজক ও নেশা জাতীয় দ্রব্যে পান করিয়ে কিশোরীকে ধর্ষণের অপরাধে ধর্ষক শাহাদাতকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।
রিমান্ডপ্রাপ্ত আসামী হলো- মধুখালী এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে শাহাদাত।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এক কিশোরী ধর্ষণের ঘটনায় সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে ধর্ষক শাহাদাতকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
উল্লেখ্য, গত ২/৩ মাস আগে ওই কিশোরীর পারিবারিক দারিদ্রতার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমন নামের এক যুবক মোবাইল ফোনে কথোপকথন চলতে থাকে। সুমন ও শাহাদাত দু’জন বন্ধু। ওই কিশোরী সুমন বা শাহাদাতকে কখনও দেখেনি। এরই মধ্যে শাহাদাত ওই কিশোরীকে ধর্ষণ করার পরিকল্পনা করে। ঘটনার ধারাবাহিকতায় পুর্বে গত ২৪ জানুয়ারী দুপুরে শাহাদাত নিজে সুমন সেজে কিশোরীকে দেখা করার কথা বলে। পরে ওই কিশোরী দেখা করার জন্য পার্শবর্তী উপজেলা সোনারগাঁয়ে গিয়ে সুমন পরিচয়ে শাহাদাত কিশোরীর সঙ্গে দেখা করে। এক পর্যায়ে ওই কিশোরীকে তাজমহল পিরামিড (রাজমনি পিরামিড) এর হোটেলে নিয়ে রাখা হয়। এরপর উত্তেজক ও নেশা জাতীয় দ্রব্যে পান করিয়ে কিশোরীকে ধর্ষণ করে করে। শুধু তাই নয়, ধর্ষক শাহাদাত সুকৌশলে কয়েক জনের সহযোগিতায় ধর্ষণের কিছু অংশ ভিডিও ধারণ করে কিশোরীকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে জোরপুর্বক স্বীকারোক্তি নেয় যে, সম্পূর্ণ ঘটনা গোপন রাখবে।
পরবর্তীতে ধর্ষিত কিশোরীর মা গত ৩ ফেব্রুয়ারী বাদী হয়ে সোনারগাঁও থানায় সুমনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।