স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার এক অপহরণ মামলার আসামী গ্রেপ্তার এড়াতে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
সোমবার (৪ মার্চ) বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর ৮নং গুচ্ছগ্রামের ফিরোজ মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। পুরে পুলিশ তাকে গ্রেফতার করে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করেছে।
ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করা আসামীর নাম সুখু মিয়া। তিনি ফতুল্লা এলাকার রবিউল ইসলামের ছেলে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
পিবিআই জানান, দুখু মিয়া ফতুল্লা থেকে এক মাস আগে একটি শিশুকে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ এবং পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুর পরিবার বিকাশে তাদের ২০ হাজার টাকা দেয় মুক্তি দেওয়ার শর্তে।
কিন্তু তারপরও তারা তাকে মুক্তি না দেওয়ায় শিশুটির পরিবার গত মাসে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই গতকাল সকালে দুখু মিয়াকে গ্রেফতার করতে অভিযান চালায়।