পুলিশ সেবা সপ্তাহে শিল্প পুলিশের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ সরকার ঘোষিত সংশোধিত নিম্নতম মজুরী কাঠামো নিয়ে শিল্প মালিকদের সাথে মতবিনিময় র‌্যালী করেছেন।শনিবার (২ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের অভ্যন্তরে শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র‌্যালী বের করা হয়।শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রায় শতাধিক শিল্প কারখানার মালিক, প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় শিল্প মালিকরা শিল্প এলাকার নিরাপত্তা রক্ষা, শ্রমিক অসন্তোষ নিরসন এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা করেন। এসময় দেশের অন্যান্য শিল্পাঞ্চলের চেয়ে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় পুলিশ সুপার শিল্প কারখানার মালিকদের ধন্যবাদ জানান। তিনি শিল্পাঞ্চলে শ্রমিকদের যথাযথ সুযোগ সুবিধা প্রদান করে সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার অনুরোধ করেন। তাছাড়া শ্রমিকদের নায্য দাবী আদায়ের আন্দোলনের সুযোগ নিয়ে যেন কেউ শিল্পাঞ্চলে ভাংচুর, অগ্নিসংযোগসহ কোন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবীর সঞ্চালনায় শিল্প মালিক ও তাদের প্রতিনিধিসহ আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সহকারী পুলিশ সুপার মো: সুমন মিয়া, সহকারী পুলিশ সুপার মো: আমিরুল ইসলাম দেওয়ান ও পুলিশ পরিদর্শকবৃন্দ।মত বিনিময় সভা শেষে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র‌্যালী পুলিশ লাইন্স হতে বের করে আদমজী ইপিজেড গেট হয়ে সিদ্ধিরগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক মো: রুহুল আমীন, শিল্প মালিক-প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্তরের পুলিশ সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা অংশগ্রহন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments