স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার মুসলিম নগরে চাকুরীজীবী সাজ্জাদকে হত্যার ঘটনায় এক জনকে রিমান্ডে নিয়েছে ফতুল্লা থানা পুলিশ। রিমান্ড প্রাপ্ত আসামী হলেন ফতুল্লার চর নবীনগর এলাকার মৃত. আ. সাত্তার এর ছেলে মো. জাহের আমল (৪৪)।
বুধবার (২ জানুয়ারী) সকালে আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন এর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের দাবি, সোমবার (৩১ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিকে সাজ্জাদ হোসেন নামে এক চাকুরীজীবী কর্মস্থল (নীট কনর্সান গামের্ন্টস) থেকে বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাত্রার এক পর্যায়ে মুসলিম নগরের ‘তারা স্পিনিং মিল’ এর সামনে পথরোধ করে দুর্বত্তরা। পরে রাস্তায় তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে অজ্ঞাত ৪-৫ জন। এতে করে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামী জাহের আমল এ হত্যার সাথে জড়িত। আসামী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। এছাড়াও নানা কারণে সাজ্জাদের সাথে আসামীর শত্রুতা রয়েছে। তারই জের ধরে সোমবার মুসলিম নগরে সাজ্জাদকে হত্যা করা হয়।
কোর্ট পুলিশের এএসআই শারমিন জানান, হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে, অন্যান্য অপরাধীদের শনাক্ত করতে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামীকে রিমান্ডে নেওয়া হচ্ছে।