পোস্টার, ফেস্টুন অপসারণে এনসিসির সিদ্ধান্ত আগামীকাল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সব নির্বাচনী পোস্টার, ফেস্টুন অপসারণের ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত নিবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এফ. এম. এহতেশামূল হক।

আজ বুধবার দুপুরে লাইভ নারায়ণগঞ্জকে নির্বাচনী পোস্টার অপসারণের বিষয়ে এ ঘোষণা দেন।

এহতেশামূল হক বলেন, গত ৩০ ডিসেম্বর দেশে উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসারণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ উপহার দিতে চাই। তবে এখন আমি নারায়ণগঞ্জের বাহীরে আছি, আগামীকাল এসে সিদ্ধন্ত নিবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments