পৌনে ২ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেল ট্রলার, নিখোঁজ ১

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যায় কার্গোর সাথে ধাক্কা খেয়ে ১৭‘শ ৫০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবে গেছে। এঘটনায় নিখোঁজ রয়েছে জুয়েল মিয়া নামের এক যুবক।

শনিবার (৩০ মার্চ) ভোরে শীতলক্ষ্যা নদীর ৫ নং ঘাটের সামনেই এ নৌযান ডুবির ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত (দুপুর ২টা ৫০ মিটিন) নিখোঁজ ওই যুবককে উদ্ধার করতে পারেনি দায়িত্বরত নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।

নিখোঁজ ওই যুবক জুয়েল মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বৈদ্যগাও গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি ট্রলারের ইঞ্জিনের মিস্ত্রী ছিলেন। এছাড়াও আহত রয়েছেন রিয়াদ প্রধান নামের এক ব্যক্তি।

এদিকে ট্রলার ডুবির ঘটনায় কার্গোটিকে জব্দ ও ২ জনকে আটক করা হয়।

নৌ পুলিশের ওসি আব্দুল হাকিম জানান, ভোরে ১৭ ‘শ ৫০ বস্তা সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো চাঁদপুরের মতলব উপজেলার দিদার বকস বেপারীর ছেলে বাচ্চু মিয়ার মালিকানাধীন বিসমিল্লাহ পরিবহন নামের একটি ট্রলার। এসময় একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।