প্রতিমন্ত্রীত্ব নিয়ে আলোচনায় না.গঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদের মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী পদ নিয়ে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ গোলাম দস্তগীর গাজীর নাম।

আজ বুধবার নাম প্রকাশ না করার শর্তে দলটির মধ্যম সারির এক নেতা একথা নিশ্চিত করেছেন। তবে কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়ে আলোচনা, তা এখনো জানা যায়নি।

সূত্রটি বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বৃহস্পতিবার। তারপরেই গঠিত হবে নতুন সরকারের মন্ত্রিপরিষদ। আগামী রোববারই শপথ গ্রহণ করতে পারেন নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা।

এবারের মন্ত্রিপরিষদ বেশ রদবদল হতে পারেন। তবে যুক্ত হবে আরো অনেক নতুন মুখ। এদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নতুন যুক্ত হতে পারেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রতিমন্ত্রী হিসেবে গোলাম দস্তগীর গাজী ও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদের নামও রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments