প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ আওয়ামী লীগের নানা আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান আয়োজন করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদে দোয়ার ম্যাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারাগঁ উপজেরা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, বারদি ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, পৌর মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, এডভোকেট ফাজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, ও ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের পরিবারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরিশেষে ৫০০ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।