প্রতিষ্ঠাবার্ষীকিতেও নারায়ণগঞ্জ ছাত্রদলের নিরবতা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আজ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। নারায়ণগঞ্জে হয়নি কোন কর্মসূচি এবং কর্মযজ্ঞ। নিরব ভূমিকা পালন করছেন নারায়ণগঞ্জ মহানগর এবং জেলা ছাত্রদল। এর মধ্যে জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি কারানিবাস করছেন।

ছাত্রদলের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে এবং দুপুরে একাধিকবার ফোন আলাপনের চেষ্টা করা সত্ত্বে পাওয়া যায় নি তাদের ফোনে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবকে ফোন করার পর তিনি পরে জানাবেন বলেন। তাই দুপুরে তার সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

১৯৭৮ সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তারপর তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই ১ জানুয়ারী ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে জিয়ার জনপ্রিয়তার জন্য অনেক তরুন অনুপ্রানিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী আসাদকে আহ্বায়ক করে ঐদিন ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। ছাত্রদলের প্রধান শ্লোগান হচ্ছে শিক্ষা, ঐক্য, প্রগতি। এই সংগঠনটির প্রধান কার্যালয় নতুন পল্টন, ঢাকা।

মঙ্গলবার (৫ জুন) ২০১৮ সালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ১৫ সদস্যর এবং জেলার ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমদিত হয়। যেখানে জেলার সভাপতি করা হয় মশিউর রহমান রনিকে এবং সাধারণ সম্পাদক করা হয় সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে। মহানগরের সভাপতি করা হয় সাহেদ আহম্মেদকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুর রহমান বাবুকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর পর বর্তমানে মামলা-হামলা এবং আতঙ্কের দরুনএই কমিটির সকলে এলোমেলো অবস্থায় দিন অতিবাহিত করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments