প্রধানমন্ত্রীর সাথে এক ফ্রেমে বন্দী না.গঞ্জের এমপি-মন্ত্রী, মেয়র

লাইভ নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে করে নারায়ণগঞ্জে এক ফ্রেমে বন্দি হয়েছে নারায়ণগঞ্জের সকল সংসদ সদস্য ও মেয়র। এই বিষয়টিকে নারায়ণগঞ্জবাসী ইতিবাচক ভাবে দেখছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রূপগঞ্জ ‘পূর্বাচল ৪ নম্বর সেক্টরে’ ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ এর নির্মাণকাজের উদ্বোধন এ দৃশ্য দেখা যায়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দেখা যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে অনেকগুলো প্রকল্প কাজ চলমান। পূর্বাচল স্মার্ট সিটি হবে। নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই।