প্রধানমন্ত্রী পাট শিল্পের প্রতি খুবই আন্তরিক: মন্ত্রী গাজী

লাইভ নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লে‌ছেন, বর্তমান সরকার দ্রুত সময়ে সারাবিশ্বে পাটের জয়-জয়কার দেখতে চায়।

শ‌ুক্রবার (৮ মার্চ) বি‌কে‌লে রূপগঞ্জ উপ‌জেলার মাহনা এলাকায় সুবর্ণগ্রাম পা‌র্কে বস্ত্র ও পাট মন্ত্রনাল‌য়ের বা‌র্ষিক বন‌ভোজন ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

 

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরও ব‌লেন, পাট ও বস্ত্র বাংলাদেশের বড় শিল্প খাত। এখানে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাট শিল্পের প্রতি খুবই আন্তরিক। প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নের মাধ্যমে সফলতার সঙ্গে দ্রুতগতিতে রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ অর্জনে কাজ কর‌তে হ‌বে।

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী‌দের দুর্নীতিমুক্ত থে‌কে করার আহবান জা‌নি‌য়ে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তৈরি করার প্রয়াসে কাজ করছেন। আমরা প্রত্যেকে যদি দুর্নীতিমুক্ত হয়ে কাজ করি, তাহলে প্রতিটি সংস্থা এগিয়ে যাবে। আর এর সুফল ভোগ করবে দেশবাসী। এজন্য দুর্নীতিকে না বলতে হবে।”

 

অনুষ্ঠা‌নে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বস্ত্র ও পাট মন্ত্রনাল‌য়ের ভারপ্রাপ্ত স‌চিব মিজানুর রহমান, অতি‌রিক্ত স‌চিব আবুবকর সি‌দ্দিক, অতি‌রিক্ত স‌চিব গোল নাহার, অতি‌রিক্ত স‌চিব নাজমুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments