স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রাত পোহালেই এস.এস.সি পরীক্ষা। আর তাই বই-খাতা নিয়ে পড়াশুনায় মশগুল পরীক্ষার্থীরা। কেউ বইয়ের পাতা উল্টিয়ে নিচ্ছে প্রস্তুতি। আবার কেউ বই দাগিয়ে মুখস্থ করতে খাচ্ছে হাবুডুবু। পরিস্থিতি এমন যেন আজ বুঝি চোখে ঘুম আসবে না। তবু বুকে ভালো ফলাফলের আশা বেধে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা ও ভালো ফলাফলের জন্য উপদেশ দিয়েছেন জেলার সুখ্যাত গণ্যমান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. সাঈদুর রহমান বলেন, প্রশ্ন পত্র ফাঁসের আশায় বসে না থেকে নিজ দায়িত্বে পড়তে হবে। সেই সাথে পরীক্ষায় অন্যের সাহায্যের আশায় না থেকে নিজের পরীক্ষা নিজেরই দিতে হবে। তবেই ভালো ফলাফল করা সম্ভব।
গণবিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক আবুল কাইয়ুম বলেন, দোয়া রাখছি পরীক্ষার্থীরা সুন্দর ভাবে পরীক্ষা দিবে এবং সাফল্য অর্জন করবে, দেশের সুনাম অর্জন করবে এই কামনাই করি। সবার জন্য আমার দোয়া ও আন্তরিক শুভেচ্ছা রইলো।
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক কমল কান্তি সাহা বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন এই দুয়ের মিশ্রণে পরীক্ষা ভালো করা সম্ভব। তাই প্রত্যেক পরীক্ষার্থী সুস্থ থাকুক এই আমার কামনা।
আড়াইহাজার সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক ইয়াহিয়া খান বলেন, নকলের উদ্দেশ্যে পরীক্ষা হলে গেলে জীবনে ভালো কিছু উদিয়মান হবে না। সবাই যেন নকল ছাড়া সুষ্ঠু পরীক্ষা দেয় সে কামনা করি। আমার মেয়ে এইবার মাধ্যমিক পরীক্ষা দিবে। আমার সন্তান এর জন্য যেমন ভালো ফলাফল আশা করি, ঠিক তেমন সকল পরীক্ষার্থীদের জন্যও আশা করছি। আমি কেন্দ্রের দায়িত্ব পাই নি। কিন্তু কেন্দ্রের সকল প্রকার সাহায্যে আমি এগিয়ে যাব।
সিদ্ধিরগঞ্জ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল এর প্রধান শিক্ষক মুহাম্মাদ মিজানুর রহমান বলেন, সকল পরীক্ষার্থীদের জন্য আমার দোয়া এবং শুভ কামনা রইল। ভালোভাবে প্রস্ততি নিয়ে হাতে কিছু সময় রেখে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের যেতে হবে। এত করে কোন বিপদ হলেও যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা দেওয়া যাবে।