স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: স্থানীয় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন।
প্রতিবাদে জিল্লুর রহমান লিটন বলেন, আমি কাউকে কোন রকমের শেল্টার দেই না। যিনি এ ধরণের সংবাদ লিখেছেন, তাকে প্রমান দিতে হবে। অন্যথায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি কার স্বার্থে কাদের ইশারাই এ ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। নাকি ব্লাকমেইল করে অর্থ প্রাপ্তির লোভে এমন হীন কাজ করেছেন। আপনাদের সাংবাদিকদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই।
প্রসঙ্গত, ৩ আগস্টের ডান্ডিবার্তা পত্রিকায় লীড নিউজে ‘মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতারা অধরা’ শিরোনামের সংবাদটিতে জিল্লার রহমান লিটনসহ একাধিক আওয়ামীলীগ নেতার নাম ও ছবি প্রকাশ করা হয়। যেখানে দেখানো হয়েছে তাদের প্রত্যেকেই মাদকের শেলটার দাতা।
এ সংক্রান্ত নিউজ পড়তে ক্লিক করুন