লাইভ নারায়ণগঞ্জ: প্রশাসনের কার কি কাজ ও দায়িত্ব তা স্মরণ করিয়ে দিলেন। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। তিনি আজ এক মত বিনিময় সভায় বক্তব্যকালে বলেন, আপনারা নিজেরা কিন্তু নিজেদের দায়িত্ব কি সেটা জানেন। আমি বিনীত অনুরোধ রাখলাম আমার পুলিশ সুপারের কাছে, আমার জেলা প্রশাসকের কাছে। কে কি বললো, ওটা কোনো কথা নয়, আইন আইনের ধারায় চলবে, আইন কোনো পক্ষ নিবে না। আইনকে আইনের মত ছেড়ে দিতে হবে।
রোববার (৭ এপ্রিল) রাতে চাষাড়া রাইফেল ক্লাবে স্নান উৎসব উপলক্ষে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহাতীর্থ লাঙ্গনবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি সরশ কুমার সাহা এতে সভাপতিত্ব করেন।
সাংসদ সেলিম ওসমান আরও বলেন, আপনারা কেউ আমাদের এখানে চিরস্থায়ী হয়ে আসেন নাই। আপনাদের আজকে হলেও যেতে হবে, আর তিন বছর পর হলেও যেতে হবে। আপনারা আসেন বসি, অন্তত আমরা নারায়ণগঞ্জের মানুষকে শান্তি দিই।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহাতীর্থ লাঙ্গলবন্দ পুণ্যস্নান উদযাপন কমিটির সভাপতি সরোজ সাহা, সাধারণ সম্পাদক সুজিত সাহা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা প্রমূখ।