স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেন, বাংলাদেশের প্রশাসনের মধ্যে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগ করলেই যে ভালো সেটা বলা যাবে না। সবার মধ্যেই ভালো খারাপ আছে। সবাই যখন একদিকে দৌড়দেয় তখন বুঝতে সেটা ভালো লক্ষণ না।
বুধবার (২৭ মার্চ ) বিকেলে জেলা জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
শামীম ওসমান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জে রাজাকার যুদ্ধাপরাধীদের প্রবেশ করতে দিব না ঘোষণা দিয়েছিলাম। সে কারণেই ২০০১ সালের ১৬ জুন আমাদের উপর বোমা হামলা হয়েছে। এর বিচার হয় নাই। আদৌ পাবো কি না জানি না। আবার এ বোমা হামলা হবে কী না সেটাও জানি না।্
তিনি বলেন, শামীম ওসমান বলেন, দেশ যখন ঠিকভাবে চলে তখনই আঘাত আসে। সব যখন ঠিক থকে তখন ছোবল মারার জন্য অপেক্ষা করে সেই হায়েনার দল। আপনাদের ভেতরে এমন কেউ লুকিয়ে আছে, যাারা দিনের বেলায় আওয়ামী লীগ রাতের বেলায় জামায়াত বিএনপির সাথে সম্পর্ক রাখে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাই সকলের চোখ কান খোলা রাখতে হবে।
সাংসদ সদস্য বলেন, আমি রাজনীতি করতে এসেছি মানুষের কল্যাণের জন্য। ধান্দাবাজি করতে রাজনীতিতে আসি নাই। এখন আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই। মানুষের মুখে হাসি ফুটিয়ে বিদায় নিতে পারলেই শান্তি।
জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, আসন ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফজিলাতুন্নেছা, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা শ্রম বিষয়ক সম্পাদ কাউসার আহমেদ পলাশ, জেলা ইউনিট কমান্ডার মো.আলী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা পমুখ।