স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘এস.এস.সি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশ দিতে নতুন সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে সকাল থেকে সুষ্ঠ ভাবে পরীক্ষা শুরু হয়েছে।’
শনিবার (২ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক রাব্বি মিয়া এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরাত মেহজাবিন সহ সকল শিক্ষক বৃন্দ।
তিনি বলেন, আমরা সকলকে নিয়ে যে কাজটা করার চেষ্টা করছি, সেটা হল শতভাগ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অংশ গ্রহণ করা। সারা দেশেই নকল মুক্ত পরীক্ষা হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশ্ন ফাঁস না হওয়া। আর এটা না হওয়ার জন্য যা যা করণীয় ইতি মধ্যে আমরা তার সকল ব্যবস্থা গ্রহণ করেছি।
জেলা প্রশাসক বলেন, প্রতিটি কেন্দ্রে আমাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কেন্দ্র সচিব ও শিক্ষক বৃন্দ রয়েছে। পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সহ সকল কর্মকর্তা বৃন্দ রয়েছে। নারায়ণগঞ্জে এপর্যন্ত প্রশ্ন ফাসের ঘটনা ঘটেনি এবং সামনে ঘটবে ও না। এ ক্ষেত্রে আমরা সকল অভিভাবক, সকল রাজনীতিবীদের সহযোগিতা চাই। প্রশ্নপত্র ফাঁস সহ সকল অপকর্ম প্রতিরোধ করে এস.এস.সি পরীক্ষা নির্বিঘ্নে শেষ করব।