প্রাইমব্যাংক স্কুল ক্রিকেট: বার একাডেমী’র শুভ সূচনা

লাইভ নারায়ণগঞ্জ: গতবারের চ্যাম্পিয়ণ বার একাডেমী ১৯ রানে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শুভ সূচনা করেছে। সোমবার (২০ মার্চ) শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাইম ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক জুনায়েদ আহমেদ।

ক্রিকেট উপ কমিটির আহ্বায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ।

এদিকে, সকালে টস হেরে বার একাডেমী প্রথমে ব্যাট করে ১৩৭ রান তোলে ৩০ ওভারে। সাজিত ৩৫, বিল্লাল ১৯ এবং সিয়াম ১৮ রান করেন। দাপা আদর্শ স্কুলের ফাহিম মিয়া পান ৪ উইকেট। জবাব দিতে গিয়ে দাপা আদর্শ স্কুল ৩০ ওভারে ১১৮ রান করে। বার একাডেমীর আল আমিন পান ৩ উইকেট পেয়ে ম্যান অব দি ম্যাচ হন।