স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: উচ্চ ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি দিতে নারায়ণগঞ্জের প্রিপারেটরী স্কুলসহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরিদর্শন প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানদের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে হালনাগাদ তথ্য ও ইআইআইএন নম্বরসহ পরিদর্শন প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
জানা গেছে, নিম্ন মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি দিতে নাসিম ওসমান মডেল হাই স্কুল, মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি অনুমতি দিতে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি অনুমতি দিতে ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজ ও এ এইচ বি ইন্টারন্যাশনাল কলেজের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।