প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ সিও ‘সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে র‌্যাব কঠোরভাবে দমন’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নির্বাচন পরিবর্তী সহিংসতা ও বিশৃংখলা রোধে নারায়ণগঞ্জ সহ সাতটি জেলায় র‌্যাবের টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) কমান্ডার রাসেল আহম্মেদ কবীর।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলা ও পাড়া মহল্লয় র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপর ও নোয়াখালী সহ সাতটি জেলায় রাবের এ তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ২ জানুয়ারী পর্যন্ত র‌্যাবের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে কেউ নাশকাতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে র‌্যাব কঠোরভাবে দমন করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি হুশিয়ারী দেন।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন, সহকারি পরিচালক জসিম উদ্দিন, নাজমুল হোসাইন, মোস্তাফিজুর রহমানসহ অনান্য কর্মকর্তারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে গত ২৬ ডিসেম্বর থেকে র‌্যাব-১১ ব্যাটালিয়ান ছয়টি জেলা সহ নারায়ণগঞ্জের পাচঁটি উপজেলায় ভাগ হয়ে বিশেষ দায়িত্ব পালন করে আসছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments