স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অবৈধ ভাবে পণ্য উৎপাদন এবং পণ্যের গায়ে উৎপাদান তারিখ না থাকায় একটি বেকারির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ফতুল্লার শান্তিধারায় অবস্থিত বেকারিটিতে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
একই সাথে সে সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা গেছে, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় এবং পণ্যের গায়ে পণ্যের উপাদান ইত্যাদি উল্লেখ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা মোতাবেক বেকারিটিতে অভিযান পরিচালিত হয় এবং জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।