স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ : ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা, নগদ ৪’শ টাকা ও ২টি মোবাইল সেট উদ্ধার করে র্যাব।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা রেল স্টেশন এলাকার আমির হোসেনের ছেলে কামাল হোসেন (১৯), ফতুল্লা পাইলট স্কুলসংলগ্ন জলিল মিয়ার বাড়ির ভাড়াটিয়া সোহরাব মিয়ার ছেলে আসলাম (১৯)।
র্যাব-১১,সিপিএসসি, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে একই এলাকার কামাল ও আসলামকে মাদক সহ গ্রেফতার করা হয়।
উল্লেখিত আসামীগণ উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।