লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার সস্তাপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে ইয়াসিন হাবিব (২৪) নামক এক ঔষধ ব্যবসায়ী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(২১ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানার দক্ষিন সপ্তাপুর, বাইতুল আকসা মসজিদ এর সামনে মোহনের ৫ম তলার বাড়ীর ৩য় তলায়।
নিহত ইয়াসিন হাবিব নারায়নগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষন খোলার সাউদ বাড়ীর সাউদ নুর -এ শফিউল কাদিরের পুত্র।
এ ঘটনায় নিহতের পিতা জেনারেল হাসপাতাল (ভিক্টোরীয়া) নারায়নগঞ্জে অফিস সহায়ক সাউদ নূর এ শফিউল কাদির (৪৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়েছে যে, নিহত ইয়াসিন হাবিব একজন ঔষধ ব্যবসায়ী। সে প্রেম করে বিয়ে করেছিলো। তার স্ত্রী পাচঁ মাসের গর্ভবতী। সে তার স্ত্রী কে বর্তমান ঠিকানায় বসবাস করিতো। বিগত ১৫/২০ দিন পূর্বে বাদীর ছেলের স্ত্রী লামিয়া তার বাবার বাড়ীতে বেড়াতে যায়। নিজেদের পছন্দে বিয়ে করায় ছেলে ও তার স্ত্রীর মধ্যে সু-সম্পর্ক বিদ্যমান ছিলো। তারপরও মাঝে মধ্যে সামন্য বিষয় নিয়ে মন মালিন্য হতো। সোমবার রাত ১১ টার দিকে নিহত ইয়াসিন হাবিব রাতের খাবার খেয়ে বাদীর একই ফ্ল্যাটের পূর্ব পাশের কক্ষে ঘুমাতে যায়। ২১ জুন বেলা পৌনে বারোটার দিকে পৌনে বারোটার সময় বাদীর বাসার কাজের বুয়া ছেলের কক্ষ ঝাড়ু দিতে গিয়ে দেখতে পায় যে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো গলায় ফাস লাগানো ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ডাক চিৎকার করিলে বাদীর স্ত্রী সহ আশপাশের লোকজন এসে ঘটনা দেখে বাদী কে সংবাদ দেয়। বাদী ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে পুলিশে সংবাদ দিলে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল (ভিক্টোরীয়া), নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন জানায়, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।