ফতুল্লায় প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে কিশোর আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ৩২ বছর বয়সী এক যুবতী মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ফতুল্লার কাশিপুর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

আটককৃত কিশোরের নাম নাদিম (১৬)। এ ঘটনায় ভুক্তভোগী মানসিক প্রতিবন্ধী ওই নারীর বাবা বাদী হয়ে রাতেই ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর স্ত্রী তিন বছর পূর্বে মারা যায়। সে তার ছেলে, ছেলের বউ এবং মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে একই বাসায় বসবাস করে আসছিলো। মেয়ে মানসীক প্রতিবন্ধী হওয়ায় বিয়ে হয়নি। প্রতিদিনের মতো সে সকাল আটটায় নিজ কর্মস্থলে চলে যায়। তার মেয়ে বাসায় নিজ রুমে একাই ছিলো। দরজা খোলা পেয়ে বিকেল চারটার দিকে গ্রেফতারকৃত নাদিম ঘরের ভিতর প্রবেশ করে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করে। এমন সময় বাদী বাসায় এসে ঘটনা দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক নাদিম পালিয়ে যাওয়ার চেস্টা করলে স্থানীয়বাসীর সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মোল্লা জানায়, মানসিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত নাদিম। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ওই নারীর বাবা বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।